একাকীত্ব মানুষের আত্মার কারাগার

 


একটা সময় পরে মানুষ একা হয়ে যায় সেই সময়টা সবার জীবনে আসে। আসলেই কিছু মানুষের মধ্যে থাকা মানে এই নয় সে একাকীত্ব নেই। একাকীত্ব তো তখনই ঘিরে ধরে যখন নিজের কথা গুলো বলার লোক থাকে না শোনার লোক থাকে না। তখন এমন কাউকে প্রয়োজন হয় যাকে নিজের দুঃখ আর আনন্দমুখর মুহুর্ত তার সাথে ভাগ করে নি।মনে হয় সকল মুহুর্ত সেই মানুষটার জানা খুবই জরুরি হোক সে খুব কষ্টের কিংবা খুব সুখের।



আমাদের সমাজের এমন মানুষ আছে যারা নিজের মনে জমে থাকা দুংখ অথবা সুখের কথা গুলো কারোর সাথে ভাগ করে নেওয়ার মতো মানুষ নেই এর কারন হলো তারা বিশ্বাসযোগ্য মানুষ এবং তার মেন্টালিটির বন্ধু অথবা তার কথা শুনবে এমন মানুষ খুঁজে পাচ্ছে না।তবে সত্যি বলতে একাকীত্ব ঘিরে থাকা এই জীবনে এইরকম একটা কাজের মানুষ খুঁজে পাওয়া খুবই দুস্কর।

আমি প্রশংসা করি তাদের যাদের এমন মানুষ আছে যারা একটি বন্ধু কিংবা দুইজন সার্কেল এ আবদ্ধ।আসলে তারা সত্যিই খুব ভাগ্যবান।তাদের সেই মানুষটাকে মনের সকল আবেগ অনুভূতি বলতে পারার মাঝে মনের মাঝে একটা তৃপ্তি পাওয়া যায়। মনের এই কথা গুলো শেয়ার করে যে তৃপ্তির অনুভূতি পাওয়া যায়।


আর যাদের মধ্যে এমন একজন মানুষের অভাব থাকে, তাদের মনের সমস্ত আবেগ চাপা দিয়ে তারা আবেগহীন হয়ে পাথর হয়ে যায়। নিঃসঙ্গতা সবসময় তাদেরকে কষ্ট দেয়।

Next Post Previous Post