ধর্ম -সৌরভ হালদার
ধর্ম
সৌরভ হালদার
ধর্ম উৎসব থেকে তৈরি হয় না
মন থেকে জাগ্ৰত হয়
ধর্ম মানুষকে বাঁচাতে শেখায় না
ধর্ম মানুষকে শিক্ষা দেয়
ধর্ম মানুষের শক্তি দেয় না
ধর্ম মানুষের পাশে দাঁড়াতে শেখায়
ধর্ম বিভেদ সৃষ্টি করে না
ধর্ম সম্পর্কে আবদ্ধ করে
ধর্ম একটি সংস্কৃতি
আর উৎসব তার আমেজ
এসো হে,
এক সাথে বাঁচি, এক সাথে গড়ি
নতুন সমাজ
মানুষ মানুষের জন্য আর ,
ধর্ম
আমার সংস্কৃতি।