আবার যদি দেখা হয়
আবার যদি দেখা হয়
সৌরভ হালদার
আবার যদি দেখা হয়
কোন একদিন।
হয়তোবা মানুষ নয়, কোন এক ছদ্মবেশে।
জীবন গিয়েছে চলে, আমাদের কুড়ি, কুড়ি বছরের পার
আবার যদি দেখা হয়,
এই মেঠো পথ বেয়ে;
মানুষের ভিড়ে।
তখন,ব্যস্ততা নাইকো আর,
মাঝ পথে,আমি পায় তোমারে আবার!
হয়তো এসেছে চাঁদ অতিদূর দূরান্ত থেকে
এই মেঠো পথ বেয়ে;
সরু সরু চোখ, চুল তার কেশরাশি
মুখ তার রুপকারের কারুকার্য;
তখন তোমার নাই মনে!
সময় আর সময়ের স্পন্দনে।
আমাদের জীবন গিয়েছে চলে,
আবার যদি দেখা হয়
তোমার আর আমার,
হয়তোবা মানুষ নয়, কোন এক ছদ্মবেশে।।
সৌরভ হালদার
সরকারি ব্রজলাল কলেজ, খুলনা
অনার্স প্রথম বর্ষ,ব্যবস্থাপনা বিভাগ