ভালোবাসা
ভালোবাসা কবিতা
হৃদপিন্ডের স্পন্দনে
চলে যাচ্ছে সময়ের সেকেন্ড
ক্লাস টেন কিংবা নাইন
সময়টা হবে এরকম,
করেছিলাম প্রেম তখন।
সেই দেখা সেই তাকানো
এখনো মনের ভিতরে
ভেসে উঠে এক এক মুহূর্তে
একক ভাবে ভালোবেসে।
প্রতিদিনের কথা প্রতিটি ভাবনো
নিত্য নতুন ভাবে
তৈরি করেছি মনের মাঝে
ভিন্ন উপায়ে ভিন্ন উপায়ে।
হঠাৎ রাগ করে
চলে গেল সে ভিন্ন কারনে
অভিমানে চোখের জলে
ভালোবাসার নিংশ্বেস হলে,
তাই বুঝি আজ সিকারেট হাতে
উড়ছে কালো কালো ধোঁয়া
মাঝরাস্তার মাঝে।