বনলতা সেন কবিতা
বনলতা সেন
মিষ্টি প্রেমে গল্পে ভরা
হৃদয় দিয়ে গড়ে তোলা,
ভালোবাসার মন ভরা
বনলতা সেন।
নীল আকাশের তারা তুমি
ভুলিবো কেমনে তোমার মনি
শিশির ভেজা ঘাসের উপর,
বনলতার পায়ের ছোয়া।সকালের মিষ্টি কুয়াসা,
ঘাসকে যেন দোলা দিয়ে যায়
বনলতার ভালোবাসা।