শিশির বিন্দু
শিশির বিন্দু
সূর্যোদয় ভোর হলে
গগন থেকে নিহির ঝরে
কুঁচি কুঁচি ঘাসের উপর,
বিন্দু বিন্দু জলে
একটি শিশির বিন্দু।
বহুক্ষনে বহু সময় পরে
খুঁজে চলেছি আলোক পথে
ঝরা পাতার জমিন ডাকে,
গুচ্ছ ঘাসে ছড়িয়ে থাকা
একটি শিশির বিন্দু।
শিশির বিন্দু
সূর্যোদয় ভোর হলে
গগন থেকে নিহির ঝরে
কুঁচি কুঁচি ঘাসের উপর,
বিন্দু বিন্দু জলে
একটি শিশির বিন্দু।
বহুক্ষনে বহু সময় পরে
খুঁজে চলেছি আলোক পথে
ঝরা পাতার জমিন ডাকে,
গুচ্ছ ঘাসে ছড়িয়ে থাকা
একটি শিশির বিন্দু।
Sourav Halder is a Bangladesh Author and Blogger.who was born on 6th February 2002 in a small village named Shovna at Dumuria, Khulna, Bangladesh